ক্রীড়া প্রতিবেদক »
কলম্বিয়ার মাটিতে অনুষ্ঠিত ২০২৩ অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ১২তম শিরোপা জিতেছে ব্রাজিল। ফাইনালে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এস্তাদিও এল ক্যাম্পেইন স্টেডিয়ামে শিরোপা জিততে হলে এই ম্যাচে জিততেই হত ব্রাজিলের, ম্যাচ ড্র হলেও শিরোপা চলে যেত উরুগুয়ের হাতে। এমন সব পরিসংখ্যান নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিলের যুবারা।
ম্যাচের শুরুটা দারুণ করে ব্রাজিল। তবে গোলশূন্য ড্রতেই শেষ হয় প্রথমার্ধ। ডেডলক ভাঙ্গতে সময় লাগে ৮৪ মিনিট। ডিফেন্ডার কাইকি ব্রুনোর অ্যাসিস্টে বল জালে জড়ান মিডফিল্ডার আন্দ্রে স্যান্টোস। এতে করে ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের অতিরিক্ত মিনিটে আবারও ব্রুনোর অ্যাসিস্টে দ্বিতীয় গোল করেন স্ট্রাইকার পেড্রো। ম্যাচের শেষদিকে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলের ডিপেন্ডার মেন্ডেস। দশ জনে পরিণত হওয়া ব্রাজিলকে আর রুখে দেওয়ার সুযোগ পাইনি উরুগুয়ে।
২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রেমন মেনেজেসের দল। টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ ছয় গোল করে শীর্ষে ব্রাজিলের দুই ফুটবলার আন্দ্রে সান্তোস ও ভিটর রকি।
সবশেষ ২০১১ সালে পেরুতে অনুষ্ঠিত যুব কোপা আমেরিকায় উরুগুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এইবারও সেই উরুগুয়েকেই হারিয়ে দীর্ঘ এক যুগের আক্ষেপ পূরণ করলো ব্রাজিলের যুবারা। এর আগে ২০০৯, ২০০৭, ২০০১, ১৯৯৫, ১৯৯২, ১৯৯১, ১৯৮৮, ১৯৮৫, ১৯৮৩ ও ১৯৭৪ সালে চ্যাম্পিয়ন হয় ল্যাটিন ফুটবলের দেশটি।