হাটহাজারী প্রতিনিধি »
দক্ষিণ এশিয়ার মৎস্য প্রজনন কেন্দ্র হালদায় মাছ শিকারের অপরাধে আইডিএফ’র স্বেচ্ছাসেবককে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার (৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হালদার মাছ শিকারী মো. নাজিমউদ্দিন (৩৮) নামে এক আইডিএফ স্বেচ্ছাসেবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কারাদণ্ডকৃত উপজেলা গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জব্বার বলির বাড়ির মো. শাহ আলমের পুত্র।
উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, মো. নাজিমউদ্দিন নামে এক আইডিএফ স্বেচ্ছাসেবকের বিরুদ্ধে ৬ আগস্ট একটি ৬ কেজি ওজনের মা মাছ (কাতলা) ও ৭ আগস্ট ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের পর এদিন উপজেলা প্রশাসন তার গতিবিধির উপর নজর রাখে। প্রশাসনের গতিবিধি টের পেয়ে সে অবস্থান পরিবর্তন করতে থাকে। পরে স্থানীয় চেয়ারম্যান সারোয়ার মোর্শেদের সহায়তায় তাকে আটক করা গেলেও শিকার করা মা মাছটি উদ্ধার করা যায়নি।
আটকের পর জিজ্ঞাসাবাদে সে জানায়, চৌধুরীহাটে কোনো এক অচেনা ব্যক্তির নিকট মাছটি বিক্রি করে।
এছাড়া অভিযোগের পর নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে বেশ কয়েকটি বড়শি উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হালদা নদীতে বড়শি দিয়ে মাছ ধরার অপরাধে মো. নাজিম আটক করা হয়। দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।