বাংলাধারা প্রতিবেদন »
রদবদল করা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ তিন উপ কমিশনার (ডিসি) পদে।
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ আদেশ দেন।
আদেশে উল্লেখ করা হয়, সিএমপির উত্তর বিভাগের ডিসি করা হয়েছে ট্রাফিক (উত্তর) এর ডিসি মোখলেসুর রহমানকে। দক্ষিণ বিভাগে পদায়ন করা হয়েছে উত্তর বিভাগের উপ কমিশনার বিজয় বসাককে। আগে থেকে খালি থাকা বন্দর বিভাগের ডিসি করা হয়েছে দক্ষিণ বিভাগের ডিসি এসএম মেহেদী হাসানকে।
বাংলাধারা/এফএস/এআর