১৫ জুলাই ২০২৫

রফিক-খেয়ার ‘ভালবাসতে হবে এমন তো নয়’ ইউটিউব চ্যানেলে

ইয়াসির রাফা »

‘জল রঙের ভালবাসা’ ও ‘আমাদের ভালোবাসা’র শ্রোতা-প্রিয়তার পর ‘ভালবাসতে হবে এমন তো নয়’ গান নিয়ে আসছে মোহাম্মদ রফিকুল আলম ও প্রতিশ্রুতিশীল শিল্পী খেয়া। ‘ভালোবাসতে হবে এমন তো নয়’। শুধু গান নয়, গানের সঙ্গে দেখা যাবে মিউজিক ভিডিও।

গত শুক্রবার (২৯ নভেম্বর) ‘হ্যালো মিউজিক’ নামের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি ছাড়া হয়েছে। আব্দুল কাদের মুন্নার লিখা, বেলাল খানের সুর ও মুস্ফিক লিটুর কম্পজিশনে এ গানটিতে কণ্ঠ দেন শিল্পীরা। শরিফ আল দীনের পরিচালনায় গানটিতে মডেল হয়েছেন করেছেন মাহিনুর ইসলাম ও শ্রাবন্তি সেলিনা। মোহাম্মদ রফিকুল আলম ও খেয়ার ডুয়েট গানের মিউজিক ভিডিও।

‘ভালবাসতে হবে এমন তো নয়’ গানের প্রসঙ্গে মোহাম্মদ রফিকুল আলম ‘বাংলাধারা’কে বলেন, ‘আমার গাওয়া ভালো গানের মধ্যে এটি একটি। গানের সঙ্গে মিল রেখে দারুণ একটি ভিডিও নির্মাণ করা হয়েছে। গান যেহেতু এখন শোনার পাশাপাশি দেখারও বিষয়। তাই আশা করি গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।’

গানের বিষয় ও নামের ব্যাপারে জানতে চাইলে শিল্পী বলেন, ‘বর্তমান সময়ের প্রেম-ভালোবাসার কথা মাথায় রেখে গানটি করা হয়েছে। ভিডিওটিও দর্শকদের ভালো লাগলে আমাদের এ কষ্ট সার্থক হবে। সবার কাছে দোয়া চাই।’

এ প্রসঙ্গে সুরকার বেলাল খান বলেন, আমার সঙ্গীত ক্যারিয়ারে আরেকটি ভাল গান করে নিজের মনে শান্তি পেলাম। গানের কথাগুলো অনেক সুন্দর। শিল্পীরা যথেষ্ট দরদ দিয়ে গেয়েছেন এবং সবার কাছে গান গুলো ভাল লাগবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন তিনি।

প্রসঙ্গত, শিল্পী মোহাম্মদ রফিকুল আলম একজন এফসিএমএ এবং চট্টগ্রাম বন্দরের প্রধান নিরিক্ষা কর্মকতা। এছাড়া তিনি চট্টগ্রামস্থ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক হিসাবে কাজ করেন। গানের প্রতি অকৃত্রিম ভালবাসার কারনে শত ব্যস্ততার মাঝেও সংগীত চর্চা করে চলেছেন। সব ধরনের শ্রোতাদের ভাল লাগার মত গান উপহার দেয়ার চেষ্টা করেছেন বলে শিল্পী এ প্রতিবেদককে জানান। এদিকে তরুণ প্রজন্মের কন্ঠশিল্পী মালিহা তাবাসসুম খেয়া। একক অ্যালবামের পাশাপাশি ডুয়েট গান এবং প্লেব্যাক করেছেন। শিল্পী আরফিন রুমির সাথে গান করেই তাঁর উত্থান।

গানের মিউজিক ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন;

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন