বাংলাধারা ডেস্ক »
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি ‘দ্য প্রোফেট’-খ্যাত লেবানীয় কবি কাহলিল জিব্রানের বলে টুইট করে আবারো হাসির পাত্র হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
গতকাল ইমরান খানের অফিসিয়াল টুইটার বার্তায় খলিল জিব্রানের (১৮৮৩-১৯৩১) একটি ছবিসহ একটি ইংরেজি উক্তি প্রকাশ করা হয়। যার বাংলা অর্থ দাঁড়ায়, “আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, জীবন আনন্দময়। আমি জেগে উঠে দেখলাম জীবন কর্মময়। আমি কাজ করলাম এবং দেখলাম কাজেই আনন্দ।” শুধু তাই নয়, এই বাণীটি প্রকাশের পর সাবেক ক্রিকেটার তার ব্যাখ্যায় জীবন সম্পর্কে জিব্রানের প্রজ্ঞা ও বোধ তুলে ধরার চেষ্টা করেন। মূলত লেখাটি রবীন্দ্রনাথ ঠাকুরের।
উল্লেখ্য, সম্প্রতি এক ভিডিওতে দেখা যায়- ইমরান খান মক্কায় অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুলআজিজের সঙ্গে কথা বলার মাঝ পথেই তাকে একা ফেলে এগিয়ে যাচ্ছেন।
এছাড়াও, গত সপ্তাহে বিশবেকে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে দেখা যায় সবাই যখন দাঁড়িয়ে রয়েছেন তখন বসে রয়েছেন ইমরান। এ দুটি ঘটনা দিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে।
এরপর, তিনি নোবেল বিজয়ী রবীন্দ্রনাথের উক্তি আরব কবি খলিল জিব্রানের মুখে দিয়ে আসলে নিজের অজ্ঞতাকেই প্রকাশ করেছেন বলে তীব্র সমালোচনার তিরে তাকে বিদ্ধ করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
বাংলাধারা/এফএস/এমআর