বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে ভিন্নধর্মী এক সংগীতানুষ্ঠান প্রচার করলো বিটিভি চট্টগ্রাম কেন্দ্র।
রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্র প্রথমবারের মতো কবিগুরুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ ভিন্নধর্মী আয়োজনটি সম্প্রচার করে।
কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে রচিত প্রকৃতি, প্রেম, বিরহ, পূজা পর্যায়ের বাছাই করা সাতটি গান নিয়ে সমবেত সংগীত পরিবেশন করে চট্টগ্রামে প্রতিনিধিত্বকারী সাতটি সংগঠন। দলগুলো ইতোমধ্যে রবীন্দ্রনাথের গানের চর্চার সাথে যুক্ত থেকে তাঁর গানের প্রচার ও প্রসারে ব্যাপক ভূমিকা রেখেছে।
এল রুমা আকতারের প্রযোজনায় ও আবৃত্তিশিল্পী ও উপস্থাপক প্রবীর পালের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো-রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, রক্তকরবী, অভ্যুদয় সংগীত অঙ্গন, সংগীত ভবন, গীতধ্বনী সংগীত অংগন, সঙ্গীততীর্থ এবং বাংলাদেশ শিশু একাডেমি।
মোট সাতটি গানে প্রায় চুরাশিজন শিল্পীর অংশগ্রহণে এ সমবেত সংগীতায়োজনটির পরিচালনায় আছেন শিলা মোমেন, কাবেরী সেনগুপ্তা, তৃপ্তি দাশ, শান্তা গুহ, শ্রেয়সী রায়, চিত্রা বড়ুয়া ও রাজীব মজুমদার।
ভিন্নমাত্রার এ রবীন্দ্র সংগীতানুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার রনজু। দর্শকদের জন্য সকল শিল্পীর অংশগ্রহণে ভবিষ্যতে আরো সুন্দর ও নান্দনিক অনুষ্ঠান উপহার দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গত, ২২ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ জন্ম নিয়ে আশি বছর বয়সে ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন। তাঁর দীর্ঘ জীবনে তিনি সৃষ্টি করেছেন দুই হাজারেরও বেশি গান।