মাহে রমজান মাস। মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আরবি মাস “রমজান” ১ তারিখ থেকে পবিত্র রমজান মাস শুরু হয়। মুসলমানরা এই মাসে একসাথে সবাই মিলে রোজা রাখেন এবং বিভিন্ন ভাবে এবাদত করেন। এই রমজানের পবিত্রতা রক্ষায় লক্ষ্মীপুর বাজারে অভিযানে চালিয়েছেন লক্ষ্মীপুর বণিক সমিতি।
আজ বুধবার (১২ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর শহরে বনিক সমিতির পক্ষে অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ এর নেতৃত্বে, পৌর শহরের প্রধান সড়ক মেইন রোড, থানা রোড, গোডাউন রোডের সনাতন ধর্মাবলম্বীদের হোটেল গুলোতে অভিযান করেন লক্ষ্মীপুর বনিক সমিতি। এ সময় হোটেল গুলোতে পানাহার করতে যাওয়া মুসলিমদের সতর্ক করে রোজা রাখা এবং ভবিষ্যতে যেন এমন কাজ না করে সেজন্য কান ধরে উঠবস করানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বনিক সমিতির সহ সভাপতি ছাদেক আলী, প্রচার সম্পাদক লোকমান কারীসহ বাজারের ব্যাবসায়ী বৃন্দরা।
অভিযানের বিষয়ে লক্ষ্মীপুর বনিক সমিতি ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ বলেন, প্রবিত্র মাহে রমজানের প্রবিত্রতা রক্ষার হিন্দু হোটেল গুলোতে যাতে মুসলিমরা পানাহার না করে। সেজন্য সতর্ক এবং সচেতন করতেই আজকের এই অভিযান। এই অভিযান রমজান মাসে অব্যাহত থাকবে।