ksrm-ads

১৩ জানুয়ারি ২০২৫

ksrm-ads

‘রমজান’ উপলক্ষে ৩০০৫ কয়েদিকে মুক্তি দিলেন আমিরাতের রাষ্ট্রপতি

image 34709 1517162572

আরব আমিরাত প্রতিনিধি »

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন দেশের প্রবাসীসহ ৩০০৫ কয়েদিকে মুক্তির ঘোষণা দিল সংযুক্ত আরব আমিরাত।

প্রতিবছর আমিরাতের জাতীয় দিবসে রাষ্ট্রপতি বিভিন্ন কয়েদিদের মুক্তি দিয়ে থাকেন এইবার রমজান উপলক্ষে ও রাষ্ট্রীয় ভাবে ক্ষমার যোগ্য বিবেচিত হওয়ায় ২ মে বৃহস্পতিবার ৩০০৫ কয়েদির মুক্তির ঘোষণা দেন দেশটির রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান।

শেখ খলিফা স্থানীয় গণমাধ্যমে এক বার্তায় বলেন, মুক্তি পেয়ে তারা তাদের পরিবারের সাথে সঠিকভাবে জীবন যাপন করবে এই প্রত্যাশা করি। তিনি আরো বলেন পবিত্র মাসকে কাজে লাগিয়ে নতুন জীবন শুরু করবে। ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝে সমাজকে সুন্দর রাখতে সহায়তা করবে।অতীতের ভূল শুধরে নিয়ে সুন্দর সমাজ গঠনে তারা অবদান রাখবে এই প্রত্যাশা সকলের।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন