ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

রাউজানে অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার গ্রেফতার

রাউজান প্রতিনিধি»

রাউজানে দেশীয় তৈরি অস্ত্রসহ মো. তারেক (১৬) নামে এক কিশোর গ্যাংয়ের লিডারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১২-আগষ্ট)  দুপুর আড়াইটায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।

এর আগে গত বুধবার রাত সাড়ে ১১টায়  রাউজান পৌরসভার আদালত ভবনের সামনে থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।  আটক মো. তারেক রাউজান উপজেলা চিকদাইর ইউনয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাঠান পাড়া গ্রামের মোঃ বারেকের ছেলে।

রংমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করলেও মূলত সে কিশোর গ্যাংয়ের লিডার এবং অস্ত্রটি বিক্রির উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানিয়েছে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন।  

তিনি আরও বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে । তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দাখিল শেষে তাকে কোর্টে সোপর্দ করা হয়। 

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ