ksrm-ads

১৫ জানুয়ারি ২০২৫

ksrm-ads

রাউজানে পটিয়াপাড়া তুফান আলী মালুম মসজিদ ও পটিয়াপাড়া মসজিদে মোতাওয়াল্লী নিয়োগ

Screenshot --

রাউজান থানাধীন নোয়াপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পটিয়া পাড়া তুফান আলী মালুম মসজিদ ওয়াকফ এস্টেট ( মিস.ই.সি.নং ০৮/২০২৩) তালিকাভুক্তি ও অফিসিয়াল মোতাওয়াল্লী নিয়োগ করা হয়েছে।

ওয়াকফ এস্টেটটি সুষ্টু ব্যবস্থাপনা ও পরিচালনার স্বার্থে রাউজানের নোয়াপাড়ার পটিয়া পাড়া গ্রামের মরহুম সামসুল হক খানের পুত্র মোহাম্মদ আলী খানকে আগামী তিন বছরের জন্য অফিসিয়াল মোতাওয়াল্লী নিয়োগ দেয়া হয়। অতিরিক্ত সচিব (ওয়াকফ প্রশাসক) ড. মো: গোলাম কবীর স্বাক্ষরিত এক স্মরকে (নং- ১৬.০২.০০০০.০৩৮.৩১.০০০২৩) তাকে এই নিয়োগ দেয়া হয়।

এর আগে মোহাম্মদ আলী খান কর্তৃক গত ২৮ ফেব্রুয়ারী দাখিলকৃত তালিকাভুক্তি আবেদন পত্র, স্থানীয় ওয়াক্ফ পরিদর্শক চট্টগ্রাম জোন-২ কর্তৃক গত বছরের ২৩ জুলাই দাখিলকৃত ও-প্র:/চট্ট-২/২৯ নং স্মারক মূলে প্রেরিত তদন্ত প্রতিবেদন এবং জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম (আর.এম শাখা )-এর গত ৪ মার্চ ২০২৪ খ্রি: তারিখের ০৫.৪২.১৫০০,৩০৩, ১০.০০৭.২২-২৫৭ নং স্মারক পত্রের ভিত্তিতে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়।

আরও পড়ুন