ksrm-ads

৪ অক্টোবর ২০২৪

ksrm-ads

রাউজানে বজ্রপাতে প্রাণ গেল দুই গরুর

চট্টগ্রামের রাউজানে বজ্রপাতে এক কৃষকের দুটি উন্নতজাতের গাভীর মৃত্যু হয়েছে। ১৯ মে (রবিবার) বেলা ১২ টার দিকে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে চরার সময় বজ্রপাতের আঘাতে এই গাভী দুটির মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য বিশ্বজিত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গরু দুটির মালিক স্থানীয় কৃষক মো. শামসুল আলম। তিনি বলেন, সকালে আমার বসতঘরের অদূরে চারণভূমিতে গরু দুটিকে খুঁটির সাথে লম্বা দড়ি দিয়ে বেঁধে আসি। বজ্র-বৃষ্টির আভাস পেলে গরুগুলো আনতে বের হই। এই হঠাৎ বজ্রপাত বেশি হওয়ায় পুনরায় ঘরে চলে যায়। পরে স্কুলের শিক্ষক ফোন করে জানান বজ্রাঘাতে গরু দুটি মারা গেছে।

এই বিষয়ে রাউজান উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা ভেটেরিনারি সার্জন ডা. জয়িতা বসু বলেন, বজ্রপাতে কৃষকের দুটি গাভী মৃত্যুর সংবাদ পেয়েছি। একটি শাহীওয়াল অপরটি সংকর জাতের গাভী। গাভী দুটির আনুমানিক মূল্য আড়াই লাখের উপরে হবে।

আরও পড়ুন