ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

রাউজানে ব্রিজের পাটাতনের ভাঙা অংশে বৃদ্ধের পা আটকে ছিল দুই ঘন্টা

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি বেইলি ব্রিজের পাটাতনের ভাঙা অংশে এক বৃদ্ধের পা আটকে গেছে। প্রায় দুই ঘন্টা পর তাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গহিরা ইউনিয়নে ইছাপুর সড়কের ব্রিকফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে।

পা আটকে যাওয়া ওই বৃদ্ধের নাম মোহাম্মদ সৈয়দুল হক (৮৫)। তিনি গহিরা ইউনিয়নের জেবল সওদাগর বাড়ির বাসিন্দা।

গহিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল উদ্দিন জানান, বাড়ি ফেরার পথে আবছা অন্ধকারে হঠাৎ ভাঙা অংশে পা পড়ে। এতে পা আটকে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করা হয়।

ইউপি সদস্য জানান, প্রায় ২২ বছর আগে ব্রিজটি তৈরি করা হয়েছিল। এর আগেও কয়েকবার ব্রিজটির পাটাতন ভেঙেছে।  মেরামত করা হয়নি। অনেক সময় সিএনজি অটোরিকশার চাকাও ভাঙা অংশে আটকে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

উদ্ধার অভিযানে থাকা হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সাদেক হাসান বলেন, আমরা ৭টার দিকে খবর পাই। ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করি। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ