রাউজান প্রতিনিধি »
চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন মোহাম্মদ সাঈদ আলম (৪০) নামের ইপসার এক কর্মকর্তা।
বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাঈদ আলম রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ইয়াসিন নগর গ্রামের তালুকদারের বাড়ির মৃত ইদ্রিস মিয়ার ছেলে। তিনি রাঙামাটি জেলার কাউখালি উপজেলার এরিয়া ম্যানেজার হিসেবে এনজিও সংস্থা ইপসাতে কর্মরত ছিলেন।
রাউজান থানার সেকেন্ড অফিসার এস আই অজয় দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি সকাল ৭টার দিকে বাড়ি হতে মোটরসাইকেল যোগে অফিসের কাজে পথেরহাট হয়ে চট্টগ্রাম নগরীর অফিসে যাচ্ছিলেন। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উরকিরচর ইউনিয়নের মিয়ার ঘাটা নামক স্থানে একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। এই সময় স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পথেরহাটে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা বেগতিক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার স্ত্রী ছাড়াও ৬ বছর ও ৩ বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে। ময়নাতদন্ত শেষে আজ (বুধবার) সন্ধ্যায় তার গ্রামের বাড়িতে জানাজা শেষ সামাজিক কবরস্থানে দাফন করা হবে।