ksrm-ads

২০ এপ্রিল ২০২৫

ksrm-ads

রাউজান পৌরসভার ১৩৩ কোটি টাকার বাজেট ঘোষণা

রাউজান প্রতিনিধি »

চট্টগ্রামের রাউজান পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বৎসরের ১৩২ কোটি ৯০লাখ ৭২ হাজার ২৬৩ টাকার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে রাউজান পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামোকে ডেল্টা প্ল্যান, বর্জ্য থেকে জ্বালানি ও সামগ্রী নির্মাণ প্ল্যান্টকে গুরুত্ব দিয়ে প্রস্তাবিত বাজেট প্রণয়ন করা হয়

বাজেটে আয়ের খাতগুলো হলো- রাজস্ব ১২ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ২৪৮ টাকা, সরকার কর্তৃক উন্নয়ন সহায়তা মঞ্জুরি, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো, জলবায়ু ট্রাস্টসহ সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরি খাতে ১১৯ কোটি ১২ লাখ ২৪ হাজার ৯৩১ টাকা, মূলধন ধরা হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৮৬ হাজার ৮৪ টাকা।

বাজেটের ব্যয়ের খাতগুলো হলো- রাজস্ব ব্যয় ৮ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা, জলবায়ু ট্রাস্টসহ উন্নয়ন খাতে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১০৩ কোটি ৫৮লাখ টাকা, মূলধন খাতে ১০ লাখসহ মোট ব্যয় ১১১ কোটি ৮১ লাখ ৭০ হাজার টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ২১ কোটি ৯ লাখ ২ হাজার ২৬৩ টাকা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। এসময় ব্যবসায়ী, সাংবাদিক, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন