বাংলাধারা প্রতিবেদন »
আসন্ন রাউজান পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জমির উদ্দিন পারভেজ। আগামী বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) যাচাই-বাছাই শেষে রাউজানের ইউএনও ও রিটার্নিং অফিসার তাকে বিনা প্রতিদ্বন্ধিতায় মেয়র ঘোষণা করতে পারেন।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) মনোনয়ন জমাদানের শেষ দিন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আবু জাফর চৌধুরী মনোনয়ন জমা না দেওয়ায় নির্বাচনি মাঠে এই সম্ভাবনা তৈরি হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে রাউজান রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জমির উদ্দিন পারভেজ। কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান সংরক্ষিত তিন মহিলা কাউন্সিলরসহ ১৩ জন কাউন্সিলর প্রার্থী।
স্থানীয় একটি সূত্রে জানা গেছে, বিএনপি মনোনিত মেয়রপ্রার্থী আবু জাফর চৌধুরী ও আওয়ামীলীগ মনোনিত মেয়রপ্রার্থী জমির উদ্দিন পারভেজ একই ওয়ার্ডের বাসিন্দা। একারণে তাদের মধ্যে সমঝোতা হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
তবে জমির উদ্দিন পারভেজ বলেন সেরকম কিছু নয়। প্রকৃতপক্ষে তিনি আমার এলাকার মানুষ। বয়সে আমার একটু সিনিয়র। সুসম্পর্ক আমার সাথে। তিনি নিজেই আমাকে বলেছেন, তার শারীরিক অবস্থা ভালো না। সে কারণে তিনি মনোনয়ন জমা নাও দিতে পারেন।
রির্টানিং অফিসার ও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানান, মেয়র পদে ১ জন, কাউন্সিলর পদে ১০ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ জন মনোনয়ন জমা দিয়েছেন। আগামি ৪ ফেব্রুয়ারি যাচাই-বাছাই শেষে কোনো পদে যদি একাধিক প্রার্থী না থাকে, সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী ওই প্রার্থীকে আমরা বিজয়ী ঘোষণা করব।
রাউজান উপজেলা নির্বাচন অফিস সূত্র মতে, রাউজান পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২০টি। ভোট কক্ষের সংখ্যা ১৩২টি, অস্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা ২০। ভোটাধিকার প্রয়োগ করবেন ২৪ হাজার ১৩৬ নারী ভোটারসহ মোট ৫০ হাজার ৫৮৪ জন ভোটার।
বাংলাধারা/এফএস/এইচএফ