রাঙামাটি শহরের রিজার্ভ মুখ এলাকায় আগুন লেগে অন্তত ৫টি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার সকাল পৌনে নয়টার সময় আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শিরা জানায়, রিজার্ভ মুখ এলাকার স্থানীয় বাসিন্দা সেন্টু’র ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় মুহুর্তের মধ্যেই পাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙামাটি দমকল বাহিনীর সদস্যরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নির্বাপনের কাজ চালিয়ে যাচ্ছে। আগুনে নিঃস্ব হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
ক্ষয়ক্ষতির ব্যাপারে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এখনো বিস্তারিত জানাতে পারেনি। তবে ক্ষতিগ্রস্তরা বলছেন আগুনে তাদের অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।