রাঙামাটি প্রতিনিধি »
রাঙামাটিতে ৫টি দোকানঘর আকস্মিকভাবে ভেঙ্গে অন্তত একশো ফুট নীচে পড়ে বিধ্বস্ত হয়েছে। সোমবার(০৫ জুলাই) সকাল সাড়ে নয়টার সময় শহরের রিজার্ভ বাজারের আব্দুল আলী একাডেমী এলাকায় এই দূর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন।

স্থানীয়রা জানিয়েছেন, দোকানগুলো কাঠের খুটিঁর উপর নির্মিত ছিলো। গত কয়েকদিন বৃষ্টির কারণে নীচের দিকে মাটি সরে গিয়ে অত্যন্ত ঝূঁকিপূর্ন অবস্থায় ছিলো। সকাল থেকেই বিষয়টি আঁচ করতে পেরে দোকানদাররা নিজেদেরকে নিরাপদ দূরত্বে রেখেছিলো।

সকালে মালামাল ভর্তি পাঁচটি দোকান নিয়ে পুরো ঘরটি ভেঙ্গে অন্তত একশো ফুট নীচে পড়ে যায়। এই ঘটনার সাথে সাথেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিস ও কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানিয়েছেন, এই দূর্ঘটনায় অন্তত ৪০ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। ক্ষতিগ্রস্থদের অভিযোগ মালিকপক্ষকে বারংবার বলার পরেও দোকানগুলো মেরামতের কোনো উদ্যোগ গ্রহণ না করায় সোমবার সকালে দূর্ঘটনাটি ঘটে।
বাংলাধারা/এফএস/এআর