ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

রাঙামাটিতে কৃষকলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রাঙামাটি প্রতিনিধি »

জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতাকারী ও ভাস্কর্যের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গসংগঠন কৃষকলীগ রাঙামাটি জেলা, পৌর ও সদর উপজেলা শাখার নেতাকর্মীরা।

রবিবার (১২ ডিসেম্বর) সকালে বাংলাদেশ কৃষকলীগ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি পৌরসভা চত্তর থেকে শুরু করে রাঙামাটি শহরের প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষকলীগ রাঙামাটি জেলা শাখার সভাপতি জাহিদ আক্তার।

সমাবেশে জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তারসহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলাকারী এবং তাদের ইন্ধনদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন