ksrm-ads

২৫ মার্চ ২০২৫

ksrm-ads

রাঙামাটিতে চলছে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট, দুর্ভোগ চরমে

কাপ্তাই-চট্টগ্রাম সড়কে আগুন দিয়ে বাস পোড়ানোর প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রাম বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে রাঙামাটিতে ৪৮ ঘন্টার ধর্মঘট পালন করছে বাস মালিক শ্রমিকরা।

রোববার (২৮ এপ্রিল) সকাল থেকে ৪৮ ঘন্টার ধর্মঘটের কারণে রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-খাগড়াছড়ি, রাঙামাটি-বান্দরবানসহ অভ্যন্তরীণ কোনো রুটে কাউন্টার থেকে বাস ছেড়ে যায়নি। সকাল থেকে সব রুটের বাস কাউন্টারগুলো বন্ধ রয়েছে।

এছাড়াও সকালে বিআরটিসি বাস চট্টগ্রাম থেকে রাঙামাটি ছেড়ে আসলেও রাঙামাটি থেকে কোনো বিআরটিসি বাস ছেড়ে যাচ্ছে না।

এতে করব দুর্ভোগে পড়েছে রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে আসা যাত্রীরা এবং রাঙামাটি-চট্টগ্রামসহ খাগড়াছড়ি বান্দরবানের যাত্রীরা।

তবে এতে বাড়তি ভাড়া গুনে সিএনজি অটোরিকশা যোগে রাঙামাটি থেকে রানীরহাট ও চট্টগ্রাম পর্যন্ত যাওয়া যাচ্ছে।

সিএনজি চালক রাকিব জানান, বাস চলছে না তাই সিএনজি রানীরহাট পর্যন্ত ভাড়া নিয়ে যাচ্ছি।

জুরাছড়ি থেকে আসা যাত্রী রুপায়ন চাকমা জানান, আমি জুরাছড়ি থেকে ভোরে রওনা দিয়ে হ্রদে পানি না থাকায় সাড়ে এগারোটায় কয়েকটি নৌকা পাল্টিয়ে সদরে এসেছি।

চট্টগ্রামে আমার একটা কাজ আছে আজকেই যেতে হবে। কিন্তু এখানে এসে দেখি বাস চলছে না। এখন সিএনজি যোগে ভেঙে ভেঙে যেতে হবে। খরচ দ্বিগুণ পড়বে।

আরও পড়ুন