রাঙামাটি প্রতিনিধি »
ডিজিটাল নিরাপত্তা আইনে রাঙামাটি শহরে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে শহরের লঞ্চঘাট এলাকা থেকে সাইফুল (১৯)কে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার এসআই সাগর বড়ুয়া।
গ্রেফতারকৃত সাইফুল বরকল উপজেলাধীন ভূষণছড়া ইউপি’র ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বলে জানাগেছে।
ভূষণছড়া বাসিন্দা হযরত আলী নামের এক ব্যক্তিকে ফেসবুকের নিজের ‘এমডি সাইফুল’ নামের আইডি থেকে হুমকি প্রদানসহ মানহানিকর ষ্ট্যাটাস দেওয়ার সুনির্দিষ্ট্য অভিযোগে সাইফুলের বিরুদ্ধে উক্ত সংক্ষুব্ধ হযরত আলী আদালতের মাধ্যমে মামলা দায়ের করেন। এই মামলায়(সিআর-৩৪২/২০২০জিআর-৫২০/২০২০) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৩/২৪/২৫/২৫(২)/২৯/৩১/৩৫ ধারা এই মামলাটি দায়ের করা হয় গত ২৩/১১/২০২০ইং। মামলায় সাইফুলকে প্রধান আসামী ছাড়াও জান্নাত মুন্সি, আব্দুস সালাম খোকা, দয়াল কুমার চাকমা, মো. হাসান, মো. মিরাজ, মো. রবিউল ইসলাম, হাসান বশির ও মো. দেলোয়ারকে আসামী করা হয়েছে।
মামলার আরজিতে বাদী হযরত আলী উল্লেখ করেছেন, আসামীরা তাদের নিজস্ব ফেইক আইডির মাধ্যমে নানারকম হুমকিপ্রদানসহ ডিজিটাল প্রতারনা, ছদ্মবেশ ধারণ, আক্রমনাত্মক, ভীতি প্রদর্শন, মানহানিকর তথ্য প্রকাশ, আইন শৃঙ্খলার অবনতি ঘটানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে উসকানী প্রদান করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
বাংলাধারা/এফএস/এআর