ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

রাঙামাটিতে পর্যটকবাহী বাস খাদে, আহত ৮

রাঙামাটি প্রতিনিধি »

পর্যটন শহর রাঙামাটির পর্যটর কর্পোরেশনের গাড়ি পার্কিং এলাকায় পর্যটকবাহী বাস দুর্ঘটায় পতিত হয়ে অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যেই একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম রেফার করেছে রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

অপরদিকে রাঙামাটি শহরের ফিসারী ঘাট এলাকায় সেন্টমার্টিন গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল আমিন।

শুক্রবার বিকেলে সাড়ে ৫টার সময় রাঙামাটি শহরের ঝুলন্ত ব্রিজ সংলগ্ন পর্যটর কর্পোরেশনের গাড়ি পার্কিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা সকলেই চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে রাঙামাটিতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

আহতরা জানিয়েছেন, সারাদিন ঘুরাফেরা করে তারা গাড়িতে উঠে চলে যাওয়ার সময় চালক গাড়িটি চালু করার সাথে সাথেই সেটি পেছনের দিকে নেমে যায় এবং দুর্ঘটনায় পতিত হয়। এসময় চালক-হেলপার নিজেদের সরিয়ে নিলেও গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে ৭ জন আহত হয়। ঘটনাটার সাথে সাথেই স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ