ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

রাঙামাটিতে বুনো হাতির আক্রমণে আহত নারী

রাঙামাটি প্রতিনিধি :::

রাঙামাটির বরকল উপজেলায় বুনো হাতি তাড়াতে গিয়ে নিজেই আক্রমণের শিকার হলেন ৫০ বছরের এক মহিলা। এতে গুরুতর আহত হন তিনি।

শনিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে বরকল ইউনিয়নের ৮নং ওয়ার্ড কুরকুটিছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার মোছা পারভীন বেগম ওই এলাকার মো. মোরশেদ আলমের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে বাচ্চাসহ ৭/৮টি হাতি গ্রামে প্রবেশ করে। পরে ওই এলাকার পারভীন বেগমদের বাড়ি করলে হাতির আক্রমণ ঠেকাতে সবাই মিলে বের হয়ে তাড়াতে যায়। এক পর‌্যায়ে হাতির লাথির আঘাতে গুরুতরভাবে আহত হন পারভীন বেগম।বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসারত অবস্থায় বাড়িতে রাখা হয়েছে বলে জানান স্থানীয়রা।

লুংগুদু উপজেলা থেকে গুলশাখালি হয়ে দুই-তিনদিন পর পর কুরকুটিছড়ি ও বরুণাছড়ি বুনো হাতি দল বেধে প্রবেশ করে। অতঃপর হিংস্র হয়ে মানুষের বাড়িতে আক্রমণ করে। বর্তমানে হাতির উপদ্রবে এলাকাবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে। সবাই নির্ঘুম হয়ে সারারাত হাতি পাহারা দিতে হচ্ছে বলে স্থানীয়রা জানান।

আহত নারীর মেজো ছেলে মো. সুমন বলেন, ‘লুংগুদু উপজেলা থেকে তাড়া খেয়ে হাতির দল আমাদের গ্রামে এসে প্রবেশ করে। আজ ২/৩ দিন যাবৎ হাতি তাণ্ডবের জ্বালায় ঠিকমতো ঘুমাতেও পারছি না। গত রাতে এলাকায় ঢুকে সর্বপ্রথমে আমাদের বাড়িতে আক্রমণ চালায় হাতিগুলো। এরপর আক্রমণ ঠেকাতে পাশ্ববর্তী লোকজন মিলে তাড়া করি। এতে হঠাৎ আমার মা এক হাতির লাথি খেয়ে মাথায় এবং হাতে আঘাত পান।’ একটুখানির জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন বলে জানান তিনি।

এ ঘটনার বিষয়ে জানার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের ফোন কল দেয়া হলে কেউ কল রিসিভ করেননি।

বাংলাধারা/এআই

আরও পড়ুন