রাঙামাটি প্রতিনিধি »
করোনা সংক্রমণ রোধে আজ (১ জুলাই) সকাল ৬টা থেকে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী পার্বত্য জেলা রাঙামাটিতে সকল দোকানপাঠ ও শপিং মল বন্ধ রয়েছে। মুদিদোকান, কাঁচা বাজারসহ ঔষধের দোকান খোলা রয়েছে।

রিকশা বিহীন রাঙ্গামাটি শহরে অটোরিক্সা বন্ধ থাকায় কার্যত সরকারের বিধিনিষেধ সফল ভাবে পালিত হচ্ছে। রাঙ্গামাটি শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসনের বেশ কয়েকটি মোবাইল টিম রাঙামাটি শহরে কাজ করছে। জেলা প্রশাসনের সাথে সেনা-বিজিবি-পুলিশ-র্যাব ও আনসার সদস্যরা মোবাইল টিমে সহযোগিতা করছে।

এদিকে গত দুই দিন ধরে বৃষ্টির কারণে রাঙ্গামাটির জনজীবন বিপর্যস্থ হয়ে উঠেছে। বৃষ্টির কারণে সরকারের বিধিনিষেধ আরো কঠোর ভাবে পালিত হচ্ছে। লোকজন বাড়ি-ঘর থেকে বের হতে পারছে না।
বাংলাধারা/এফএস/এআর