ksrm-ads

১৫ জানুয়ারি ২০২৫

ksrm-ads

রাঙ্গামাটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে রাঙ্গামাটি মডেল স্কুল এন্ড কলেজে এনজিও সংস্থা (যোগাযোগের) উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ১৪৪৬ পালিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এদিন সকাল ১০টায় আইডিয়াল স্কুল এন্ড কলেজের হল গ্যালারিতে শিক্ষার্থীদের উপস্থিতিতে হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে, সকাল ১১টায় হযরত মোহাম্মদ (সাঃ)- এর জীবন, কর্ম, শিক্ষা, ইসলামে শান্তির বাণী বিষয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন রাঙ্গামাটি আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম এ তোফায়েল আহমেদ, প্রধান বক্তার আলোচনায় বিশিষ্ট সাংবাদিক রাঙ্গামাটি প্রেস ক্লাবের সেক্রেটারি আনোয়ারুল হক বলেন,”আমরা ইসলামের সুমহান বাণী সম্পর্কে তাদের কেন আকৃষ্ট করতে পারিনি। কারণ, আমরা তাদের কাছে ভালো উদাহরণ হতে পারিনি। আমরা যদি সবাই মূর্খতার অন্ধকার থেকে বের হয়ে জ্ঞানের সুমহান আলোয় আলোকিত হতে পারি, তাহলে অন্যদের আকৃষ্ট করা সম্ভব হবে। অবৈধ আয়, ঘুষ-দুর্নীতি অবৈধ জীবনব্যবস্থা থেকে বেরিয়ে আসলেই মুক্তি সম্ভব। কুরআনের বাণীকে বিশ্লেষণ করে ত্যাগের উপর ভিত্তি করে সমাজ গড়তে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক এস এম কামরুল ইসলাম বলেন,”মহানবী (সা:) সকলের জন্য এক উত্তম আদর্শ ছিলেন। আমাদের মধ্যে মতভিন্নতা, নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে এগিয়ে যেতে হবে। ধর্মীয় জ্ঞানের প্রচারের মাধ্যমে সবার জন্য ভ্রাতৃত্ব ভালোবাসা নিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব৷ অন্যের মত প্রকাশের প্রতি সম্মানবোধ থাকতে হবে। আমি নিজেও একজন মুসলিম। আমি নিজেকে এই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি মনে করি, ধর্মীয় জ্ঞানের বেলায় নিজের উপলব্ধি সবার আগে প্রয়োজন। সমাজে ভিন্নমত প্রকাশের জন্য কেউ যেন অনিরাপদ না থাকে৷ এটাই সবচেয়ে বেশি জরুরি।” এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি কোর্টের বিজ্ঞ আইনজীবী মুহাম্মদ জিল্লুর রহমান। যোগাযোগের উপদেষ্টা ম-লীর অন্যতম সদস্য এডভোকেট আবুল কালাম আজাদ। সদস্য সচিব হাসান আরমান শিক্ষক-শিক্ষিকা ম-লীসহ অনেক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন