ksrm-ads

১৯ সেপ্টেম্বর ২০২৪

ksrm-ads

যেভাবে চলছে তথ্যমন্ত্রীর এলাকার ভোট

রাঙ্গুনিয়ায় কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ঢল, উৎসবের আমেজ

বাঙালি উৎসবমুখর জাতি। প্রতিটি উৎসব-মহোৎসবে বাঙালি হয়ে ওঠে মাতোয়ারা। দেশে এ মুহূর্তে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই ভোটকে কেন্দ্র করে চলছে নির্বাচনী উৎসব। প্রতিটি উৎসব তখনই সার্থক হয়ে ওঠে যখন তাতে সব ধরনের লোকের অংশগ্রহণ নিশ্চিত হয়। আর এমনই উৎসব দেখা গেছে রাঙ্গুনিয়ার ভোট কেন্দ্রগুলোতে। ভোটার ছাড়া অন্যরা রাস্তায় দাঁড়িয়ে উপভোগ করছেন ভোট উৎসব।

আজ রোববার (৭ জানুয়ারি) সকাল থেকে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরের খীলের আব্দুর রাজ্জাক মাদ্রাসা ভোটকেন্দ্রে দেখা গেছে ভোটারদের ভিড়। চলছে সুশৃঙ্খলভাবেই ভোটগ্রহণ। ভোটার রহিমা বলেন, ‘ভিড় এড়াতে সকাল সকাল ভোট দিতে চলে এসেছি, তবুও দেখি প্রচুর ভোটার। তবে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি।’ এই কেন্দ্রের নারী ভোটাররা ঘর গেরস্তালির বিঘ্ন না ঘটাতে সকাল সকাল এসেছেন বলে জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য মো. দিলদার হোসেন বলেন, ‘এত ভোটারে অংশগ্রহণ এবং ভোট দেবেন- এটা অকল্পনীয়। সকালের শীত উপেক্ষা করে এলাকার মানুষ, দুর্গম এলাকার উপজাতিরাও ভোট দিতে এসেছেন। সকাল থেকেই এই ভোটগ্রহণ সুশৃঙ্খলভাবেই চলছে। এই ভোটগ্রহণ যেন উৎসবে পরিণত হয়েছে। আমি এলাকাবাসী অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এলাকাবাসী কোন গুজবে কান না দিয়ে ভোটকেন্দ্রে এসে হাসিমুখে ভোট দিচ্ছেন।’

রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের মীরের খীল এলাকার আব্দুর রজ্জাক কারিগার মাদ্রাসা ভোটকেন্দ্র ভোটারদের ভিড় ও উচ্ছ্বাস

এদিকে চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) আসনে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহবুব। বেলা সাড়ে ১১টার দিকে তিনি গণমাধ্যমকে জানান, ১১টা পর্যন্ত প্রায় ১০ শতাংশের উপর ভোট কাস্টিং হয়েছে। এখনো পর্যন্ত কোনো কেন্দ্রে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে সকাল ৮টা থেকে শুরু হয় বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ অংশের ৮টি কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম। এটি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের রাঙ্গুনিয়া সংলগ্ন বোয়ালখালীর একমাত্র ইউনিয়ন।

সকাল ৮টার মহিলা ভোটাররা লাইনে দাঁড়াতে জ্যৈষ্ঠপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। তবে মুসলিম অধ্যুষিত এলাকার বাকী ৭টি কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে থাকে সকাল ১০টার পরে। প্রতিটি কেন্দ্রে নৌকা ছাড়াও মোমবাতি, লাঙ্গল, চেয়ারের এজেন্ট বসতে দেখা গেছে।

জ্যৈষ্ঠপুরা হামিদিয়া মাদ্রাসায় লাঙ্গল প্রতিকের এজেন্ট মানস বড়ুয়া জানান, এজেন্ট বসতে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। সুষ্ঠু পরিবেশে ভোট চলছে।

শ্রীপুর মসজিদ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুহাম্মদ অলি উল্লাহ জানান, এ কেন্দ্রে মোট ভোটার ১৮০৫ জন। দুপুর ১২টা পর্যন্ত কাস্টিং ভোট ৬৬৫টি।

খরণদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোছলেহ উদ্দিন জানান, এ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রের মোট ভোটার ৩৫৭৫জন। দুপুর ১২টা পর্যন্ত কাস্ট হয়েছে ৯০১ভোট।

রোববার সকাল থেকে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনকালে উৎসবপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চোখে পড়ে। উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিল মোগল হাকিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩নং রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাজাভূবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬নং উত্তর নিশ্চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পশ্চিম নিশ্চিন্তা কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শনকালে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চোখে পড়ে।

অন্যদিকে সকাল থেকে উত্তর রাঙ্গুনিয়া অংশে এ পর্যন্ত যে সকল ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়েছে তারমধ্যে দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩নং রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ইসলামপুর ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসনে (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) মোট প্রার্থী ৬ জন। ছয় প্রার্থীরা হলেন— ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী আহমদ রেজা (চেয়ার প্রতীক), তৃণমূল বিএনপি’র প্রার্থী খোরশেদ আলম (সোনালী আঁশ প্রতীক), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুছা আহমেদ রানা (লাঙ্গল প্রতীক), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাছান (মোমবাতি প্রতীক), বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ (নৌকা প্রতীক), বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী মো. মোরশেদ আলম (একতারা প্রতীক)।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৯১ জন। তারমধ্য রাঙ্গুনিয়ার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭১৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ৪০৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৩০৮ জন। অন্যদিকে বোয়ালখালী আংশিক ১টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১৮ হাজার ৩৭৬ জন। তারমধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭৪৩ এবং নারী ভোটার ৮ হাজার ৬৩৩ জন।

এদিকে নির্বাচনে ভোটকেন্দ্র থাকছে রাঙ্গুনিয়ায় ৯৫টি এবং বোয়ালখালীতে ৮টি। মোট ১০৩টি। অন্যদিকে ভোটকক্ষ থাকছে রাঙ্গুনিয়ায় ৫৮৫টি স্থায়ী এবং ৩৬টি অস্থায়ী। বোয়ালখালী আংশিকে ভোটকক্ষ থাকছে স্থায়ী ৩৪টি, অস্থায়ী ৭টি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, রাঙ্গুনিয়ায় কেন্দ্র আছে ৯৫ টি এবং বোয়ালখালী ৮ টি মোট ১০৩ টি কেন্দ্র আছে। সেক্ষেত্রে ১০৩ জন প্রিজাইডিং অফিসার এবং ৬২১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ২৪২ জন পোলিং অফিসার কাজ করছেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন ৪ জন, জুডিশিয়াল মাজিস্ট্রেট ২ জন। অন্যদিকে বিজিবি রয়েছে ৪ প্লাটুন, সেনাবাহিনীর দুইটা ক্যাম্প। এছাড়া র‍্যাব, পুলিশ এবং আনসারের ব্যাটেলিয়ন আনসার আছে। অন্যদিকে মাঠে গোয়েন্দা সংস্থার সদস্যরা এনএসআই, ডিজিএফআই, ডিএসবি এবং ডিবিও কাজ করছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা রায়হান মেহবুব বলেন, রাঙ্গুনিয়ার বর্ডার সাইডের যে কেন্দ্রগুলো আছে যেমন- উপজেলার ইসলামপুরের বগাবিলি, সেগুনবাগিচা অন্যদিকে পদুয়ার বান্দরবান সীমানার ফলহারিয়া, নাপিতপুকুরিয়া এসব এলাকায় বাড়তি নজরদারি থাকবে। সেখানে বিজিবির টিম থাকবে, পুলিশের মোবাইল টিম থাকবে, ম্যাজিস্ট্রেটরা থাকবে।

এছাড়াও প্রতিটি ইউনিয়নে স্ট্রাইকিং ফোর্স এবং পুলিশের মোবাইল টিম থাকছে। অন্যদিকে বোয়ালখালী অংশে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাচন অফিসার।

উল্লেখ্য, আজ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন