ksrm-ads

১১ নভেম্বর ২০২৪

ksrm-ads

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৮ মে) সকাল ১১ টার দিকে উপজেলার ইসলামপুর ৫নং ওয়ার্ডের সাহেব নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মুহাম্মদ শাওন (৮), সে সেগুনবাগান শাহছুফি আব্দুল কাদের (রহঃ) দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র। এবং একই গ্রামের গরু ব্যবসায়ী মুহাম্মদ মনিরের ছেলে। নিহত শাওন এক বোন দুই ভাইয়ের মধ্যে সবার ছোট।

জানা যায়, সকাল ১১ টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে শাওনসহ দুজন গোসল করতে যায়। পুকুর থেকে অন্যজন উঠে আসলেও শাওন উঠে আসেনি। বিষয়টি জানাজানি হলে তাকে খুঁজতে থাকে এবং এক পর্যায়ে খুঁজে না পেলে রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়।

রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, খবর পেয়ে আমরা পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে নিকটস্থ কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন