ksrm-ads

১৯ ফেব্রুয়ারি ২০২৫

ksrm-ads

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুর্ঘটনাকবলিত ওই অটোরিকশার চালকসহ আরো তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহতদের একজনের অবস্থা বেশি আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা যাত্রীর নাম কিরন দে (৪৫)। তিনি মোহরা কালুরঘাট এলাকার মৃত অতুল দে ছেলে। আহতদের মধ্যে ওই অটোরিকশা চালকের নাম নাঈম। তাঁর বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট হালিমপুর। বিাকি আহত দুজন নিহত কিরন দে’র পরিবারের সদস্য। তাদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইট বহনকারী একটি ট্রাক পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছিল; অন্যদিকে সিএনজিচালিত অটোরিকশাটি বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে পশ্চিম দিকে যাচ্ছিলো। গাড়ি দুটি ইছাখালী ভূমি অফিসের সামনে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. কামাল বলেন, ‘দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে নেওয়ার পর কিরন দে নামে একজনকে মৃত ঘোষণা করেছেন দায়িত্বরত চিকিৎসক। পরে বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে নিহত কিরন দে’র মায়ের অবস্থা বেশি আশঙ্কাজনক হওয়ায় উনাকে ঢাকা মেডিকেল কলেণজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের অবস্থা আশঙ্কাজনক জানিয়ে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, গুরুতর আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে কিরন দে নামে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। পরে বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

রাঙ্গুনিয়া থানার এসআই আকতার জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ঘাতক ট্রাক চালককে পাওয়া যায়নি। এই ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ