ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়লো বসতঘর, ইউপি সদস্য বলছেন পরিকল্পিত

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ২নং ওয়ার্ড বুলবুলিপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি সড়ক ছোট হওয়ায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়িও প্রবেশ করতে পারেনি। তবে এলাকাবাসী এগিয়ে এলে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার (৬ মে) দিনগত রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আল আমিন রাজু জানান, রাত দেড়টার দিকে বুলবুলিপাড়া এলাকার মো. মামুনের টিনের তৈরি বসতঘরে হঠাৎ আগুন ধরে মুহুর্তে সারাঘরে ছড়িয়ে পড়ে। এতে তার সম্পূর্ণ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। কিছুই বের করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে এলেও রাস্তা ছোট হওয়ায় গাড়ি নিয়ে স্পটে পৌঁছাতে পারেনি। তবে এলাকার জনসাধারণ এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে তাদের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. ইব্রাহিম হোসাইন জানান, এটি কোন স্বাভাবিক অগ্নিকাণ্ডের ঘটনা নয়। আলামত দেখে বুঝা যাচ্ছে, ঘরটিতে পরিকল্পিত ভাবে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক বের করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। এই নিয়ে তিনি ফেসবুকে একটি পোস্টও দেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ