ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

রাঙ্গুনিয়ায় এসিড ছুঁড়ে ঝলসে দিল প্রেমিকার শরীর

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর প্রেমিকা জানতে পারে প্রেমিক বিবাহিত এবং তাঁর সন্তান রয়েছে। তখন সে প্রেমের সম্পর্ক থেকে সরে আসতে চাইলে প্রেমিক দেখা করতে গিয়ে প্রেমিকাকে এসিড ছুঁড়ে মারে। এতে প্রেমিকার চোখ, মুখ ও শরীরের অর্ধেক অংশ জ্বলসে যায়।

রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকা ২০ বছরের ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্ক ছিল উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার রুহুল আমিনের ছেলে আজিমের (৩০)।

বৃহস্পতিবার (৫ মে) ভোরে পুলিশ অভিযান চালিয়ে চন্দ্রঘোনা নিজ এলাকা থেকে ঘাতক প্রেমিক আজিমকে আটক করে।

জানা যায়, গতকাল মধ্যরাত ২টার দিকে প্রেমিকার সাথে দেখা করতে যায় প্রেমিক আজিম। ঘরের জানালা দিয়ে কথা বলার সময় এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় প্রেমিক।

তরুণীর পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাত ২টার সময় ওই তরুণীর চিৎকার শুনে রুমে গিয়ে দেখতে পায় তার শরীর, মুখ ও চোখের অংশ জ্বলসে গেছে। এই ঘটনায় পরিবার থেকে রাঙ্গুনিয়া থানায় একটি মামলা করা হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব মিলকী জানান, গতকাল মধ্যরাতে ফোন দিয়ে জানায় একটি মেয়ের শরীরের অর্ধেক অংশ এসিডে জ্বলসে যায়। তাৎক্ষণিক বিষয়টি জেনে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর মেয়েটিকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, ওই মেয়ের সাথে ‘বিবাহিত’ বিষয়টি গোপন রেখে প্রেম করেন প্রেমিক আজিম। সেটা জানতে পেরে সম্পর্কে দূরত্ব সৃষ্টি করেন মেয়েটি। তার প্রতিশোধ নিতে দেখা করতে যান প্রেমিক।

ইয়াছমিনের ভাই আবু তাহের জানান, অপরাধী আজিমের কঠিন শাস্তি চান তার পরিবার। এসব ঘটনা যেন সমাজ ও দেশে আর না ঘটে, এ বিষয়ে আইনের যথাযথ প্রয়োগ চান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ