ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

রাঙ্গুনিয়ায় করোনা প্রতিরোধে তারুণ্যের শক্তি সংগঠনের উদ্যোগ

বাংলাধারা প্রতিবেদন »

মহামারি করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক সংগঠন ‘তারুণ্যের শক্তি সংগঠন’ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নস্থ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে হ্যান্ড ওয়াশের নিমিত্তে সাবানসহ পানিভর্তি ড্রাম ও সচেতনতামূলক লিপলেট বিতরণ করে সংগঠনটি।

সংগঠকরা জানান, মহামারি করোনা ভাইরাস থেকে সবাইকে সচেতন করার লক্ষ্যে প্রাথমিকভাবে এ উদ্যোগগুলো আমরা গ্রহণ করেছি। পরবর্তীকালে আরো ব্যাপকভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে।

পরিস্থিতি যাই হোক, আতঙ্কিত না সবাইকে সচেতন হতে হবে। আর সচেতনতাই এ মহামারি থেকে উত্তরণের কার্যকর উপায় বলে জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সংস্থার যুগ্ন মহাসচিব আলহাজ্ব এরশাদ মাহমুদ, মুক্তিযোদ্ধা অঞ্জন কান্তি দাশ, সমাজসেবক শাহাদাত হোসেন তালুকদার, উপদেষ্টা লোকমান সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক এস এম শরফুদ্দীন, ওবাইদুল হক, কাজী হাবীব, মেহদী রাকিব প্রিয়, রাকিব হাসান, মো. আসিক, ওমর ফারুক, হাফেজ আরফাত, উজ্জল, মো. তানভির, পল্লব বড়ুয়া প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ