ksrm-ads

২২ মার্চ ২০২৫

ksrm-ads

রাঙ্গুনিয়ায় কাদায় আটকে পড়া বন্যহাতি অবশেষে ফিরলো বনে

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

রাঙ্গুনিয়া উপজেলার শিলকে দুর্বল হয়ে পড়া একটি হাতি কাদামাটিতে আটকে পড়ার ঘটনা ঘটেছে। উপজেলার শিলক ইউনিয়নের তৈলা ভাঙ্গা বিলে এ ঘটনা ঘটে। অবশেষে গ্রামবাসীর সহযোগিতায় হাতিটিকে উদ্ধার করা হয়।

জানা যায়, শুক্রবার ভোর ৫টার দিকে হাতিটি আটকে যায়। আজ শনিবার (৩০ এপ্রিল) সকালে খবর পেয়ে বনবিভাগের লোকজন দুপুরের দিকে এটিকে উদ্ধার করতে যায়।

স্থানীয়রা জানান, হাতিটি ভোররাত থেকে প্রায় ৭ ফিট নরম কাদামাটিতে আটকে যায়। মধ্যবয়সী হাতিটির চিৎকার পুরো এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা জানতে পারে। বিষয়টি বনবিভাগকে জানানো হয়।

বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির বলেন, বিলে কাদায় বন্যহাতি আটকে যাওয়ার খবরে বনবিভাগের কর্মী ও চিকিৎসকরা সকাল ৮টার দিকে ঘটনাস্থলে যায়। হাতিটিকে পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ দেয়া হয়। পরে দড়ি বেঁধে কৌশলে এটিকে উদ্ধার করা হয় এবং হাতিটি বনে ফিরে যায়।

শিলক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বনবিভাগকে হাতিটি উদ্ধারে খবর দেয়া হলে তারা এসে এটি উদ্ধার করে।

তিনি বলেন, প্রায় সময় শিলকসহ দক্ষিণ রাঙ্গুনিয়ার পাহাড় বেষ্টিত চার ইউনিয়নে লোকালয়ে নেমে আসে বন্যহাতির দল। বিশেষ করে ধান পাকার মৌসুমে হাতির দল লোকালয়ে এসে বেপরোয়া হয়ে উঠে। বন্যহাতির আক্রমণে ফসলের ক্ষতি ও প্রাণহানির ঘটনাও ঘটেছে অনেক। বন্যহাতির তাণ্ডব কমাতে বনবিভাগের আরো তৎপরতা প্রয়োজন।

আরও পড়ুন