বাংলাধারা প্রতিবেদন »
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ধারাবাহিক কর্মসূচি এবং নির্দেশনা মোতাবেক রাঙ্গুনিয়া উপজেলায় ধান কেটে দিল ছাত্রলীগ।
করোনাভাইরাসের এই ক্রান্তিলগ্নে উপজেলার পারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহযোগিতায় অসহায় ও দরিদ্র কৃষকের পাশে থেকে প্রায় ১ কানি জমির ধান কেটে দিল উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা।
জানা গেছে, শুক্রবার (১ মে) উপজেলার পারুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্যম পারুয়া এলাকায় লেদু মিয়া নামের এক কৃষকের ৪০ শতক জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেয় উপজেলার পারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা।
ধান কাটা কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সাবেক ছাত্রনেতা কাজী মামুনুল ইসলাম, চট্টগ্রামের প্রাচীনতম বিদ্যাপীঠ সরকারি মহসিন কলেজ ছাত্রলীগের পরিচ্ছন্ন ও মেধাবী ছাত্রনেতা কাজী নাঈম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান বাবু, রাঙ্গুনিয়া সস্টুডেন্ট’স ফোরাম, চট্টগ্রাম কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান রনি, চবি’র সাধারণ সম্পাদক জামাল উদ্দীনন, যুবলীগ নেতা রুবেল, ছাত্রলীগ নেতা তারেক হোসেন, জামশেদ, আরিফ হায়দার ফ্রিন্স, সোহেল, মহসিন।
চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগ নেতা কাজী নাঈম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা পালন করতে আমরা ছাত্রলীগ বদ্ধপরিকর।কারণ নেত্রী আমাদের একমাত্র সাংগঠনিক অভিভাবক। উনার নির্দেশনা পালন করা আমাদের একান্ত দায়িত্ব। সে হিসেবে আজ আমরা ছাত্রলীগের বিভিন্ন স্তরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পারুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জনৈক পরিবারের পাশে থেকে এমন কাজটি করতে সক্ষম হই।
বাংলাধারা/এফএস/টিএম/এএ