ksrm-ads

২১ এপ্রিল ২০২৫

ksrm-ads

রাঙ্গুনিয়ায় কৃষকের ৪০ শতক সবজি খেত কেটে ফেলল দুর্বৃত্তরা

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

সবজিতে ভরা মাচা। থোকায় থোকায় ধরেছে কাঁকরোল, বরবটি ও চালকুমড়া। কিন্তু এসব ফসল পরিপুষ্ট হওয়ার আগেই কেটে তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা। রাঙ্গুনিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড উত্তর ঘাটচেক হাজারী বিলে এ ঘটনা ঘটে। সোমবার (৬ জুন) সকালে মাঠে গিয়ে ক্ষেতের এমন অবস্থা দেখে হাউমাউ করে কেঁদে উঠেন কৃষক মমতাজ হোসেন রাশেদ।

কৃষক রাশেদ জানান, অন্যের জমি বর্গা নিয়ে ৪০ শতক জমিতে তিনি কাঁকরোল, বরবটি ও চালকুমড়া আবাদ করেছেন। ঋণ নিয়ে দীর্ঘ দুই মাস পরিশ্রম করে এই ক্ষেত পরিচর্যার পর খেতে ফসল ধরা দিয়েছে। কয়েকদিন পরেই বাজারজাত করার উপযোগী হতো এসব ফসল। কিন্তু তার আগেই কে বা কারা তার খেতের সবগুলো গাছের মূল কেটে তছনছ করে দিয়েছে।

তিনি বলেন, ‘আমি বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে দেড় লক্ষাধিক টাকা ব্যয় করে এই খেত করেছি। খেতের ফসল নষ্ট করায় আমি সর্বস্বান্ত হয়ে পড়েছি। কীভাবে এই ক্ষতি পূরণ করবো, তা নিয়ে চিন্তায় রয়েছি। কারা এমনভাবে আমার ফসল ধ্বংস করল, কিছুই বুঝে উঠতে পারছি না।’

কথা হয় তার পাশের জমির কৃষক জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হামিদসহ কয়েকজনের সাথে। তারা বলেন, ‘এবারই প্রথম নয়, কিছুদিন আগেও তার খেতের সবগুলো ফসল তুলে নিয়ে গিয়েছিল দুর্বৃত্তরা। গেল বছরেও এই বিলের একজন কৃষকের পাকা ধান পুড়িয়ে দেয়া হয়েছিল। এভাবে কৃষকের খেত নষ্ট করতে থাকলে কৃষকরা কিভাবে চাষাবাদ করবে— তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা।

উপজেলা কৃষি-উপসহকারী কর্মকর্তা লিটন দাশ বলেন, ‘এমন ন্যাক্কারজনক ঘটনা রাঙ্গুনিয়ায় ইদানিং বেশি হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদেরকে চিহ্নিত করা প্রয়োজন। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম বলেন, ‘ভুক্তভোগী কৃষক আমাকে মুঠোফোনে খেতের সবজি কেটে দেওয়ার বিষয়ে জানালে আমি সশরীরে গিয়ে দেখি সবজিক্ষেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এমন অমানবিক কাজ অন্য কোথাও দেখিনি। কৃষক থানায় অভিযোগ করেছে। প্রশাসনের সমন্বয়ে দুষ্কৃতিকারীদের খুঁজে বের করা হবে।’

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী জানান, ‘ভুক্তভোগী কৃষক থানায় একটি অভিযোগ করেছে। এ বিষয়ে আমরা জেনেছি। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন