রাঙ্গুনিয়া প্রতিনিধি »
রাঙ্গুনিয়ায় তিন ভাইয়ের যৌথ হামলায় গুরতর আহত হয়েছে অপর ভাই। স্বামীকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীও আহত হয়েছেন।
বুধবার (১০ ফেব্রুয়ারী) সকাল ৭টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই এলাকার মৃত কালু মিয়ার ছেলে রুস্তম আলী ও তাঁর স্ত্রী আয়েশা বেগম। তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক রুস্তম আলীকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন।
হামলাকারীরা হলেন তার সহোদর ভাই রহমত আলী, মোহাম্মদ আলী, আশরাফ আলী ও তাদের বোন সাইদা নুর প্রকাশ ফারানীর স্বামী ফজল কাদের, তাদের অপর বোনের মেয়ে রুজি আকতার ও তার স্বামী খোকন।
আহত রুস্তম আলীর ছেলে ইমরান হোসাইন বলেন, এই ঘটনায় গতকাল আমার বাবা গুরুতর আহত হওয়ায় উপজেলা স্থাস্থ্য কমপেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চট্টগ্রাম হাসপাতাল নিয়ে যাওয়ায় আজ রাঙ্গুনিয়া থানায় দুপুরে অভিযোগ করেছি। রাঙ্গুনিয়া থানার একটি টীম তদন্ত করে গেছেন।
গুরুতর আহত রুস্তম আলী বলেন, আমি প্রতিদিনের মতো চাষাবাদের কাজ তদারকির জন্য বের হলে তারা সেখানে পরিকল্পিতভাবে গিয়ে বাকবিতণ্ডা শুরু করে। একপর্যায়ে আশরাফ আলী আমাকে দা দিয়ে কোপ মেরে মাটিতে ফেলে দিলে রহমত আলী ও ফজল কাদের আমাকে পেছন থেকে ধরে রাখে আর আশরাফ আলী, মোহাম্মদ আলী, রুজি ও রুজির স্বামী খোকন সহ সবাই আমাকে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে মারতে থাকে। আমাকে বাঁচাতে আমার স্ত্রী এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি মারধর করেছে তারা।
তিনি আরও বলেন, আমার সাথে দীর্ঘদিন ধরে জোর জুলুম করে আসছে আমার ভাইয়েরা। ইতিপূর্বেও বেশ কয়েকবার আমার উপর হামলার চেষ্টা চালিয়েছে তারা। প্রায়শই তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি সশস্ত্র হামলার জন্যও ধাওয়া করেছিলো একবার। সেই জের ধরে আজ আবারও আমার উপর পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রের দ্বারা হামলা চালিয়েছে।
বাংলাধারা/এফএস/এআর