রাঙ্গুনিয়া প্রতিনিধি »
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলমের হস্তক্ষেপে রক্ষা পেল দশম শ্রেণীর পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক (১৬) বয়সী এক শিক্ষার্থী।
এ ঘটনায় বাল্য বিবাহ নিরোধ আইনে বর ও কনের বাবাকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম।
শুক্রবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ইছাখালীস্থ নূর জাহান কমিউনিটি সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার দশম শ্রেণীর এক ছাত্রীর সাথে উপজেলার মধ্যম পারুয়ার বাসিন্দা নূর হোসেনের ছেলের সেকান্দর হোসেনের (৩০) বিবাহের আয়োজন করা হয়। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম কমিউনিটি সেন্টারে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সে সময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দুই পক্ষের অভিভাবকরা সরে যায়।
এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের কমিউনিটি সেন্টারে উপস্থিত হতে বলেন। এ সময় মেয়ের বাবা জানাম, মেয়ের বয়স ১৬ বছর এবং তিনি তার অপরাধ স্বীকার করেন।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম জানান, মেয়ের বাবা ও ছেলের বাবা উভয়কেই ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিয়ের আয়োজনের খাবার স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হয়।