ksrm-ads

১৩ জুন ২০২৫

ksrm-ads

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদক »

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ শফি (৪১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের মুরাদনগর এলাকার মৃত তাজু মিয়ার ছেলে।

জানা গেছে, শনিবার (১৬ জুলাই) ভোর ৬টার দিকে নিজ বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় কাউন্সিলর তারেকুল ইসলাম চৌধুরী বলেন, ভোর ৬টার দিকে শফি নিজ বাড়িতে আইপিএস বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

আরও পড়ুন