রাঙ্গুনিয়া প্রতিনিধি »
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নষ্ট ফ্রিজে ইনজেকশন সংরক্ষণ, অননুমোদিত মিস ব্র্যান্ডেড ঔষধ বিক্রি, লাইসেন্সবিহীন শিশুখাদ্য বিক্রি এবং প্রসাধনী দোকান ও কুলিং কর্নারকে জরিমানা করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে চন্দ্রঘোনা দুভাষী বাজার ও রোববার দুপুরে রোয়াজারহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদুল আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চন্দ্রঘোনা দুভাষী বাজার ও রোয়াজারহাট বাজারে নষ্ট ফ্রিজে ইনজেকশন সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, অননুমোদিত ও মিস ব্র্যান্ডেড ঔষধ বিক্রি, লাইসেন্স বিহীন শিশুখাদ্য বিক্রির অপরাধে তাদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও দুইটি প্রসাধনী দোকান ও একটি কুলিং কর্নারকে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল প্রসাধনী সামগ্রী বিক্রির অপরাধে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদুল আলম বলেন, ড্রাগ অ্যাক্ট ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দুইটি ফার্মেসি, দুইটি প্রসাধনী দোকান ও ১ টি কুলিং কর্নারকে দুইদিনে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনসচেতনতায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।