বাংলাধারা প্রতিবেদন »
করোনাভাইরাস প্রাদুর্ভাবের মহাসঙ্কটপূর্ণ এই সময়ে রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন সার্বজনীন শ্রীশ্রী কৃষ্ণ উদয়ন মন্দিরের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ মে) শান্তিনিকেতন পৌরসভা, নাথপাড়া ও খাটাখালীকুল এলাকায় ৪০০ পরিবারকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নূরুল্লাহ, ইউপি সদস্য অভিজিত কুমার দে অভি, প্রদীপ দত্তসহ এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ।
এই কার্যক্রমে এই এলাকার দানশীল ব্যক্তিরা আর্থিক সহায়তা প্রদান করায় মন্দিরের পরিচালনা পরিষদ তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
উল্লেখ্য, আজ মঙ্গলবার (৫ মে) শান্তিনিকেতন ৬নং ওয়ার্ডের ২শ’ পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করা হবে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ