ksrm-ads

২২ মার্চ ২০২৫

ksrm-ads

রাঙ্গুনিয়ায় সেলিমা কাদের চৌধুরী কলেজে পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাধারা প্রতিবেদন »

রাঙ্গুনিয়ায় সৈয়দা সেলিমা কাদের চৌধুরী (ডিগ্রী) কলেজে শনিবার (০২ অক্টোবর) কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজের হলরুমে ‘দূর্নীতির বিরুদ্ধে ছাত্রলীগের করণীয়’ শীর্ষক আলোচনা সভাকে ঘিরে ইয়ার কমিটি (একাদশ) শাখার পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এ.কে মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব ফরহাদ সাত্তার এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহমূদুল ইসলাম রাসেল।

কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ এরশাদ, কলেজ ছাত্রলীগ নেতা আবদুল মোতালেব পারভেজ, ইব্রাহিম খলিল, মো. রাকিব, সাজিদ, আনচারুল ইসলাম, আবদুর রহিম, জুবায়ের হোসেন, মনচুর আলী, জয়, মিজানসহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, পল্লী গীতি, আধুনিক গান, নাটিকা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন