ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

রাঙ্গুনিয়ায় সড়কের জায়গা কেটে মৎস্য প্রজেক্ট করার দায়ে ১ জনের কারাদন্ড

রাঙ্গুনিয়া প্রতিনিধি  »

রাঙ্গুনিয়ায় অবৈধভাবে সড়ক ও জনপথ বিভাগের জায়গা কেটে মৎস্য প্রজেক্ট করার দায়ে একজনকে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. আরিফ (২২)। তার বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায়।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মরিয়মনগর চৌমুহনী এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রাজিব চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান জানান, ‘দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে মাটি কাটা হচ্ছিল। অবৈধভাবে সরকারি জায়গা দখল করে অনুমোদন ছাড়া মৎস্য প্রকল্প করার দায়ে এই অভিযান চালানো হয়।’

নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিব চৌধুরী বলেন, ‘অভিযানের সময় মো. আরিফ নামে এক ব্যক্তি স্কেভেটর দিয়ে সড়কের মাটি কাটছিলেন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে। জব্দ করা হয়েছে স্কেভেটর।’

সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশ থেকে অবৈধভাবে মাটি কাটলেও নির্বিকার ছিল সড়ক ও জনপথ বিভাগ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ