বাংলাধারা প্রতিবেদক »
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আবদুর রশিদ (৬০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত আবদুর রশিদ একই এলাকার আবদুল নবীর পুত্র।
মঙ্গলবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগের উপজেলা রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির বলেন, ভোরে ৩-৪টা বন্যহাতি পার্শ্ববর্তী পাহাড় থেকে নেমে মৃত ব্যক্তির ঘরের আশেপাশের বিভিন্ন গাছ ভেঙে নিয়ে যাচ্ছিল। এ সময় তিনি সামনে পড়ে গেলে তাকে পিষ্ট করে মৃত্যু ঘটায় বন্যহাতির দল। তাণ্ডব চালিয়ে পরে হাতিগুলো ফের বনে ফিরে যায়।
উল্লেখ্য, এর আগে গত ১ জুলাই দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হয় আবদুল আজিজ (৬৫) নামে এক কৃষকের। তিনি পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর পাড়া গ্রামের মৃত গুরু মিয়ার ছেলে।
এর আগে, গত ২৬ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারিশ্চা ১নং ওয়ার্ডের মোবারক আলী টিলায়ও বন্য হাতির আক্রমণে মোহাম্মদ শাহ্ আলম (৫৫ ) নামের আরও এক কৃষকের মৃত্যু হয়। তিনি শিলক ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকার বাসিন্দা।