রাঙ্গুনিয়া প্রতিনিধি »
রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বৃহষ্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুই সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে।
তাঁরা হলেন ৬ নম্বর ওয়ার্ডে তানভীর ইসলাম ও ৯ নম্বর ওয়ার্ডে মো. আবদুল জব্বার। ওই পদে ৯ টি ওয়ার্ডে এখন নির্বাচনে লড়বেন ৩৫ প্রার্থী। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে এসব ওয়ার্ডে ৮ প্রার্থী ও মেয়র পদে ২ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন।
সহকারি রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা জানান, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে এবং ২৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৭৯১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৫১৯ জন এবং নারী ১২ হাজার ২৭২ জন। ১১টি ভোট কেন্দ্রের ৭০টি বুথে এবার ভোট গ্রহণ করা হবে।
বাংলাধারা/এফএস/এআর