রাঙ্গুনিয়া প্রতিনিধি »
রাঙ্গুনিয়ায় নবনির্বাচিত মেয়র শাহজাহান সিকদার সহ ৯ কাউন্সিলর ও ৩ সংরক্ষিত নারী কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে তাঁদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (এনডিসি) এবি এম আজাদ। শপথের আয়োজন করেন বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রাম।
রাঙ্গুনিয়ায় নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ শপথের পর বিভাগীয় কমিশনারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপজেলার কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগরও উপস্থিত ছিলেন।
এদিকে তৃতীয় বারের মত নির্বাচিত রাঙ্গুনিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জালাল উদ্দিন মুঠোফোনে বাংলাধারাকে জানান, আল্লাহর অশেষ রহমতে তৃতীয় বারের মত জনগণের খেদমত করার সুযোগ পেয়েছি, তা জনগণের স্বার্থে কাজে লাগাবো।
তিনি বলেন, আমি আমার ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে যাবো, তাদের সমস্যার কথা শুনবো, তাদের পাশে থকবো।
শপথ অনুষ্ঠানে রাঙ্গুনিয়া ছাড়াও মিরসরাইসহ ৬টি পৌরসভার নির্বাচিত মেয়র, সংরক্ষিত কাউন্সিলর, সাধারণ কাউন্সিলর ও একজন উপজেলা চেয়ারম্যানকেও শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার।
বাংলাধারা/এফএস/এআর