বাংলাধারা ডেস্ক »
রাঙ্গুনিয়া শান্তিনিকেতন রামকৃষ্ণ সেবাশ্রমের নবনির্বাচিত পরিচালনা কমিটির অভিষেক ও শপথ গ্রহণানুষ্ঠান গত ৩ জুন আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
রোববার সকালে প্রাক্তন সহসভাপতি দিলীপ কুমার দে’র সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ সত্যপদ দে’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের সহ-সাধারণ সম্পাদক তাপস হোড়, সম্মানিত অতিথি ছিলেন প্রাক্তন সাধারণ সম্পাদক ডা. নির্মল কান্তি দাশ।
আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ড. উজ্জ্বল কুমার দেব, নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্ত্তী। এতে প্রধান অতিথি বলেন, নিজেদের সবার মধ্যে আলোচনার ভিত্তিতে সব গঠনমূলক সিদ্ধান্ত গ্রহণ করার মধ্য দিয়ে ঠাকুর, মা ও স্বামীজির ভাব প্রচারে ও প্রসারে কাজ করতে হবে।
সভা শেষে প্রধান অতিথি স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
সভায় আরও উপস্থিত ছিলেন চিত্রা পালিত, প্রীতিকণা দে, ডা. কনোজ দত্ত, ডা. ত্রিদিব কুমার দে, মিলন দেব, সমীরণ নাথ, রূপন দে, চন্দন দত্ত, ছোটন দে, নির্ঝর দে, সুখবরণ চৌধুরীসহ নতুন কমিটির সদস্যবৃন্দ ও স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি