বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) রাঙ্গুনীয়া উপজেলা শাখা আয়োজিত উপজেলার প্রথিতযশা চিকিৎসক, বিশিষ্ট শিক্ষক ও সংগঠক ডা. হরিসাধন সাহার ৮৯ তম জন্মবার্ষিকী গত ২৪ নভেম্বর নিজ বাসভবনে উদযাপিত হয়।
এ উপলক্ষে কর্মসূচিতে ছিলো বৈজ্ঞানিক সেমিনার, স্মৃতিচারণ, পুষ্পস্তবক অর্পণ, সংবর্ধনা জ্ঞাপন, কেক কাটা, সাংস্কৃতিক আয়োজন।
সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. অসীম কুমার শীলের সভাপতিত্বে ও ডা. সমীর কুমার দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. মৃদুল দে।
বিশেষ অতিথি ছিলেন ডা. সুধীর চক্রবর্তী বিজয়, ডা. রণজিত কুমার বিশ্বাস, অধ্যাপক ডা. পংকজ দাশ।
স্বাগত বক্তব্য দেন মিতা সাহা, শুভেচ্ছা বক্তব্য দেন প্রাঞ্জল সাহা টিংকু, সাংগঠনিক বক্তব্য দেন ডা. সমল চৌধুরী শ্যামল, ডা. শাহজাহান, ডা. মনোজ দত্ত, ডা. অজিত দাশ।
স্মৃতিচারণ করেন ডা. কনোজ দত্ত, ডা. রানা দত্ত, ডা. সনজিত দে, ডা. মোহাম্মদ শাহাজাহান, শিক্ষক সৌমেন কান্তি সাহা, ডা. অরুণ চক্রবর্তী, ডা. বিজয় সেন তালুকদার, ডা. গৌরপদ নাথ, ডা. প্রদীপ রায়, ডা. কণিকা রাণী নাথ, ডা. কমল কান্তি দাশ, ডা. অশ্রু চক্রবর্তী, ডা. পরাগ কান্তি দে, শিক্ষক ডা. অরুণ কুমার বড়–য়া প্রমুখ। পরে ডা. হরিসাধন সাহার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কেক কাটেন অতিথিবৃন্দ।
স্মৃতিচারণ শেষে সঙ্গীত পরিবেশন করেন সাবেক প্রধান শিক্ষিকা গৌর ভাবিনী সাহা, প্রত্যাশা সাহা পূজা, সম্পূর্ণা সৌমি সাহা প্রমুখ। বিজ্ঞপ্তি