বাংলাধারা ডেস্ক »
রাজধানী ঢাকার আগারগাঁওয়ে শিশু হাসপাতালের এক বাথরুম থেকে জীবিত একটি নবজাতক (কন্যা) উদ্ধার করা হয়েছে। পরে ওই হাসপাতালেই শিশুটিকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে নবজাতকটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নবজাতকটি কিছুটা অসুস্থ। তবে জটিল কোন সমস্যা নেই। তার চিকিৎসা চলছে। পাশাপাশি শিশুটির পরিচয় শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি বলেন, মঙ্গলবার দুপুরে শিশু হাসপাতালের কমন বাথরুমে এক নবজাতকে পরে থাকতে দেখে রোগী ও দর্শনার্থীরা হাসপাতালের ওয়ার্ড মাস্টারকে ঘটনাটি জানান। হাসপাতালের কর্মীরা নবজাতটিকে দ্রুত উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করান। শিশুটির বয়স আনুমানিক দুই-তিন দিন। শিশুটি মোটামুটি সুস্থ আছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় গতকাল দুপুরে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করছে।
বাংলাধারা/এফএস/এমআর