ksrm-ads

১৯ সেপ্টেম্বর ২০২৪

ksrm-ads

রাজধানীর কল্যাণপুরে পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকান্ড

বাংলাধারা ডেস্ক »

রাজধানী ঢাকার কল্যাণপুরে রাজিয়া পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। 

মঙ্গলবার (১৮জুন) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আগুনের সুত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার মো. রাসেল।

তিনি জানান, ৫টা ২৫ মিনিটে কল্যাণপুরের রাজিয়া পেট্রোল পাম্পে আগুন লাগার খবর পেয়ে ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেননি এই কর্মকর্তা। 

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন