১২ জুলাই ২০২৫

রাজশাহী-রংপুর-খুলনায় ধর্মঘট শুরু করেছে পেট্রলপাম্প মালিকরা

বাংলাধারা ডেস্ক »  

বিভিন্ন দাবিতে এবার অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের  পেট্রলপাম্প মালিকরা।

রোববার(১ ডিসেম্বর)সকাল ৬টা থেকে সব পেট্রলপাম্পে জ্বালানি তেল বিক্রি, ডিপো থেকে উত্তোলন এবং পরিবহন বন্ধ  রয়েছে।

বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি এমএ মোমিন দুলাল বলেন, জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধি, ট্যাংক-লরি চলাচলে পুলিশি হয়রানি বন্ধ,সহ ১৫ দফা দাবিতে এ ধর্মঘট পালন করছে তারা।

তিনি বলেন, দাবি আদায়ে মন্ত্রণালয়কে ৩০ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দেয়া হয়েছিল। সরকারকে বিব্রত করতে আমলারা এসব বিষয় আমাদের ওপর চাপিয়ে দোষারোপ করছে। বিষয়টি উচ্চ পর্যায়ে ভাবা উচিত।

বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির একাংশের মহাসচিব এবং পেট্রলপাম্প ও ট্যাংক লড়ি মালিক শ্রমিক ঐক্য পরিষদের রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক মিজানুর রহমান বলেন, পেট্রলপাম্প মালিক-শ্রমিকদের  দেয়ালে পিঠ ঠেকে গেছে।

১৫ ডিসেম্বর আলোচনার জন্য সরকারের প্রস্তাবকে ‘হাস্যকর’উল্লেখ করে তিনি বলেন, এই প্রস্তাব মেনে নেয়া সম্ভব নয়। এ কারণে পূর্বঘোষণা অনুযায়ী দাবি না মেনে নেয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন