ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

রাজস্ব আদায়ের মাইলফলকে চট্টগ্রাম কাস্টমস হাউস

বাংলাধারা প্রতিবেদন »

আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বৃদ্ধির কারণে শুল্ক–কর আদায় বেড়েছে। আবার কিছু পণ্যের ট্যারিফ মূল্য বৃদ্ধির কারণেও রাজস্ব আদায় বেড়েছে। ফলে চট্টগ্রাম কাস্টম হাউসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। দেশের সবচেয়ে বড় শুল্ক-কর আদায়কারী সংস্থা চট্টগ্রাম কাস্টম হাউস কতৃপক্ষ গত অর্থবছরে (২০২১-২২) ৫৯ হাজার ২৫৬ কোটি টাকা আদায় করেছে। যা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মোট রাজস্ব আদায়ের এক-পঞ্চমাংশ এসেছে এই চট্টগ্রাম কাস্টম হাউস থেকে। গত অর্থবছরে তিন লাখ কোটি টাকার মতো রাজস্ব আদায় করেছে এনবিআর। প্রাপ্ত তথ্যমতে, ২০২০-২১ অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ ৫১ হাজার ৫৭৬ কোটি টাকা আদায় করেছে। অর্থাৎ আগেরবারের চেয়ে গত অর্থবছরে ৭ হাজার ৬৮০ কোটি টাকা বেশি আদায় হয়েছে।

চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের সিংহভাগ আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। আর এই বন্দরই দেশের রাজস্ব আদায়ের অন্যতম লাইফলাইন। জানা গেছে, গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, ভোজ্যতেল, ইস্পাতসহ বিভিন্ন পণ্যের দাম বাড়তে থাকে। এ কারণে শুল্কায়ন প্রক্রিয়ার ভিত্তিমূল্যও বেড়ে যায়। এতে আমদানি পর্যায়ে শুল্ক–কর আদায় বৃদ্ধি পায়। আমদানি পর্যায়ে সারা বছর শুল্ক–কর আদায়ে ২০ শতাংশের বেশি প্রবৃদ্ধি ছিল।

কাস্টমস কর্তৃপক্ষের মতে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বকেয়া ও শুল্ক-কর আদায়ের প্রবৃদ্ধিতে রেকর্ডের কারণে রাজস্ব আদায় বেশি হয়। এছাড়াও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কাছে চার হাজার কোটি টাকা বকেয়া পড়ে আছে। সেগুলো আদায় হলে আরো বেশি হতো।

উল্লেখ্য, গত অর্থবছরে রেকর্ড পরিমাণ প্রায় ৩ লাখ ৩০০ কোটি টাকা রাজস্ব আহরণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে দেশের ইতিহাসে রাজস্ব সংগ্রহ কখনও তিন লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়নি। আগের অর্থবছরে (২০২০-২১ ) ২ লাখ ৫৯ হাজার ৯০০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। এই হিসাবে গত অর্থবছরে প্রায় ৪০ হাজার ৪০০ কোটি টাকা বা ১৫ দশমিক ৫০ শতাংশ বেশি রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, চলতি অর্থবছরের জন্য এনবিআরের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। গত অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে ২৯ হাজার ৮০০ কোটি টাকা কম আদায় করলেও তিন লাখ কোটি টাকার বেশি রাজস্ব আহরণ এনবিআরের জন্য একটি মাইলফলক।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ