কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের রামুতে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। এসময় নগদ টাকা, কৃষি পণ্য, বাড়ির আসবাব, গবাদি পশুসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২১ মার্চ) রাতের প্রথম প্রহরে রামুর চাকমারকুল ইউনিয়নের পূর্ব মোহাম্মাদ পুরা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসীর সহায়তায় দমকল বাহিনীর সদস্যরা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় বলে জানায় ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব মোহাম্মাদ পুরার মৃত নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ রফিক লফুর ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পার্শবতী রুস্তম আলী ও আলী আহাম্মদের বাড়িতে ছড়িয়ে পড়ে। পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেয়ার পর তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে দমকল বাহিনীর সদস্যরা গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত মোহাম্মদ রফিক বলেন, আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে ঘরে থাকা কাপড়, টেলিভিশন, ফ্রিজ, কম্পিউটার, আসবাবপত্র, চাল, ধান দুইটি ছাগল ও নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ব্যাপক।
চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার জানান, অগ্নিকাণ্ডের সময় একটি বিস্ফরণ হয়েছে। এর কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতি অনেক, ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ